ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধসাবেক ছাত্রদল নেতার বাড়িতে মধ্যরাতে গুলি

সাবেক ছাত্রদল নেতার বাড়িতে মধ্যরাতে গুলি

নিউজ ডেস্ক:   নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মাসুম বিল্লাহর বাড়িতে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।

গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভূলতা ইউনিয়নের পাড়াগাঁও লাবড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভূলতা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পর মাসুম বিল্লাহর বাড়ি থেকে একটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাসুম বিল্লাহ রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা ঘটনার তদন্ত করছি।’

পুলিশ জানিয়েছে, গতকাল রাত সাড়ে ১১টার দিকে মাসুম বিল্লাহ বাড়িতে ছিলেন না। এ সময় একদল দুর্বৃত্ত বাড়ির বাইরে এসে তাঁর উদ্দেশে গালাগাল করে। পরে তারা কয়েকটি গুলি ছুড়ে চলে যায়।

মাসুম বিল্লাহ বলেন, ‘লাবড়াপাড়া এলাকাটি বিগত সরকারের আমলে মাদকের হটস্পট হয়ে ওঠে। এই মাদক কারবারিরা মূলত একটি চক্র। সব সময় তারা সরকারি দলের হয়ে রাজনীতি করে। গত ১৬ বছর তারা এলাকায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। ৫ আগস্ট সরকার পতনের পর আমরা স্থানীয় মসজিদ–স্কুল কমিটিসহ গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এলাকা মাদকমুক্ত করার উদ্যোগ নিই। তখন আমরা মাদক ব্যবসায়ী চক্রকে গ্রেপ্তারের জন্য কিছু সভা-সমাবেশ করি। মাদক ব্যবসায়ীরা তখন আমার কাছে আসে। তারা জানায়, আমার হয়ে তারা এলাকায় রাজনীতি করবে, আমাকে টাকাপয়সা দেবে। আমি তাদের প্রস্তাব ফিরিয়ে দিলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। এরই মধ্যে এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত শাহিন মিয়া, রাব্বি মিয়া, সুরুজ মিয়া ও মো. রহমান আমার কর্মী ভূলতা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফকে কুপিয়ে জখম করে।

এ ঘটনায় হানিফের স্ত্রী আমার সহায়তায় থানায় একটি মামলা করেন। পুলিশ আসামিদের গ্রেপ্তার না করায় আজ (মঙ্গলবার) আমরা এলাকায় একটি মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশের ডাক দিই। সেই সমাবেশের প্রস্তুতি মিটিংয়ের জন্য গত রাতে আমি বাড়ির বাইরে ছিলাম। এরই মধ্যে কে বা কারা আমার বাড়িতে এসে গুলি ছোড়ে।’এদিকে এ ঘটনার বিচার দাবি এবং লাবড়াপাড়া এলাকা মাদক ও সন্ত্রাসমুক্ত করার দাবি জানিয়ে আজ মঙ্গলবার সমাবেশ করেছেন গ্রামবাসী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular