ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশখাগড়াছড়িসাম্প্রদায়িক সম্প্রীতি ও অর্থনৈতিক সমৃদ্ধির পথ সুগম করতে হবে: পার্বত্য উপদেষ্টা

সাম্প্রদায়িক সম্প্রীতি ও অর্থনৈতিক সমৃদ্ধির পথ সুগম করতে হবে: পার্বত্য উপদেষ্টা

খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং আর্তসামাজিক উন্নয়নে অর্থনৈতিক সমৃদ্ধি অবদান রাখতে পারে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা খাগড়াছড়িতে পৃথক পৃথক দুটি সভায় এ কথা বলেন।

সোমবার খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। এর আগে সদর উপজেলা সম্মেলন কক্ষে পরিষদের ভবন উদ্বোধন করা হয়।

পার্বত্য উপদেষ্টা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রসঙ্গে বলেন পরিষদ গঠিত হওয়ার পর থেকে এখনো পর্যন্ত একটিও স্কিম কিংবা প্রজেক্ট মন্ত্রণালয় দিতে পারেনি। অথচ জেলা পরিষদ শক্তিশালী প্রতিষ্ঠান এখানে কাজ করার অনেক সুযোগ রয়েছে। আইনশৃঙ্খলা সভায় বক্তারা তিন মাস অতিক্রান্ত হবার পরও জেলা পরিষদের জনবান্ধব কোন কার্যক্রম নেই অভিযোগ তুলেএপরিষদ পরিবর্তনের দাবি জানান।এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন কোন অভিযোগ থাকলে আমাকে জানান আমরা ব্যবস্থা নেব।

পার্বত্য উপদেষ্টা আরও বলেন, পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে যুগোপযুগী সিদ্ধান্ত নিতে হবে। কৃষি ও পর্যটন নির্ভর অর্থনীতিতে জোর দেয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি জীববৈচিত্রতা রক্ষা ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনকে আরও সজাগ থাকার আহ্বান জানান।আসন্ন রমজানে যেন অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট সংকট তৈরী করতে না পারে সে লক্ষ্যে অভিযান জোরদারের নির্দেশ দেন।

আইন শৃঙ্খলা সভাও উপজেলা ভবন উদ্বোধনের সময় সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের যুগ্ন সচিব কংকন চাকমা পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান জিরোনা ত্রিপুরা, খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েল সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় সেনা, বিজিবি সহ উর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular