ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশমানিকগঞ্জসিংগাইরে চক্ষু ক্যাম্পে ফ্রি চিকিৎসাসেবা পেল ৩ হাজার রোগী

সিংগাইরে চক্ষু ক্যাম্পে ফ্রি চিকিৎসাসেবা পেল ৩ হাজার রোগী

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় তিনটি চক্ষু ক্যাম্পে একদিনে ফ্রি চিকিৎসাসেবা পেল প্রায় ৩ হাজার চক্ষু রোগী।

শুক্রবার ( ১৭ জানুয়ারি) সকাল থেকেই ম্যাংগো গ্রুপ অব কোম্পানিজ এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ মান্নান খানের উদ্যোগে ও রোটারি ক্লাব অব বারিধারা সানরাইজ এর তত্ত্বাবধানে একইসাথে উপজেলার বায়রা ডিগ্রি কলেজ ক্যাম্পাস,সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাস ও চর রাজনগর- মানিকনগর মাহমুদিয়া দাখিল মাদ্রাসায় দিনব্যাপী ফ্রি আই ক্যাম্পে এ চিকিৎসাসেবা দেয়া হয়।সকাল ৮ টার দিকে চিকিৎসা সেবার কার্যক্রম উদ্বোধন করেন ম্যাংগো গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ মান্নান খান।

বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল ও বসুন্ধরা ভিশন কেয়ারের বিশেষজ্ঞ ৮ জন ডাক্তার চক্ষু রোগীদের চিকিৎসা প্রদান করেন। চোখের রোগ নির্ধারণ করে বিনাম‚ল্যে ওষুধ সরবরাহ, চশমা প্রদানসহ উন্নতমানের চিকিৎসার ব্যবস্থাও করেন তারা।

দুপুরে সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ফ্রি আই ক্যাম্প পরিদর্শন করেন সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ ও সিংগাইর সরকারি কলেজের অধ্যক্ষ মো.নুরুদ্দিন। ফ্রি চক্ষু সেবা প্রসঙ্গে সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিকী বলেন,এ মহৎ কাজে প্রত্যন্ত পল্লীর রোগীরা উন্নত মানের সেবা পেলেন। এমন কাজের জন্য ম্যাংগো গ্রæপের চেয়ারম্যান সাহেবকে এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

এ বিষয়ে ম্যাংগো গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ মান্নান খান বলেন,শুরু থেকেই রোগীদের ব্যাপক উপস্থিতি দেখে আমি মনে করছি উদ্যোগটি সফল হয়েছে।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular