ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeতথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানসিটি আইটি মেগা ফেয়ার ২০২৪ শুরু

সিটি আইটি মেগা ফেয়ার ২০২৪ শুরু

নিউজ ডেস্ক:   রাজধানীর আগারগাঁওয়ে দেশের বৃহত্তম কম্পিউটার মেলা ‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২৪’ শুরু হয়েছে। আইডিবি মার্কেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ সব অফার নিয়ে ৬ দিনব্যাপী মেলার আয়োজন করেছে বিসিএস কম্পিউটার সিটি। সুনির্দিষ্ট পণ্যে বিশেষ ছাড়ের সঙ্গে চলবে গেমিং, আর্ট ও ফটোগ্রাফি প্রতিযোগিতা।

আগারগাঁওয়ে রোববার মেলার উদ্বোধন করে ডেফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. সবুর খান বলেন, প্রতিষ্ঠার পর থেকে আইডিবি ভবন মার্কেট অস্থার সঙ্গে সুদীর্ঘ ২৫ বছর পূর্ণ করেছে। সারাদেশের আইটি খাতের প্রসারে এ মার্কেটের ভূমিকা অনস্বীকার্য। উদ্যোক্তারা এমন মেলার আয়োজনের ফলে আইটি পণ্য নিয়ে গ্রাহকের আগ্রহ বেড়ে যায়।

বাংলাদেশি এক্সপার্টদের অংশগ্রহণে পণ্য তৈরিতে এগিয়ে আসতে হবে। বাংলাদেশের ছেলে-মেয়েরা বিশ্বের বেশ কিছু প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। তাদের অভিজ্ঞতায় পণ্য ডেভেলপ করতে হবে। পেটেন্ড প্রোডাক্ট তৈরি ও বিশ্ব বাজারে তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিতে হবে, যা বাস্তবায়নে সবুর খান সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

টানা ৬ দিনব্যাপী মেলা শনিবার (১৬ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে শেষ হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular