শেরপুর প্রতিনিধি: শেরপুরের সদর উপজেলায় বৈদ্যুতিক সেচযন্ত্রে তারের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে।বুধবার সকালে সদর উপজেলার ছাত্তারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের ছাত্তারকান্দি গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে কৃষক আকরাম হোসেন (৪২) ও মৃত সমেজ আলীর ছেলে কৃষিশ্রমিক আবদুল হানিফ (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল আটটার দিকে কৃষক আকরাম হোসেন বিদ্যুতের সংযোগ বন্ধ না করে বোরো ধানের খেতে সেচ দেওয়ার জন্য প্রতিবেশী এক স্বজনের বাড়ি থেকে সেচযন্ত্রে বিদ্যুতের সংযোগ দিতে তার টেনে নিয়ে যাচ্ছিলেন। এ সময় আকরাম বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান। তাঁকে বাঁচাতে কৃষিশ্রমিক আবদুল হানিফ এগিয়ে আসেন। এ সময় হানিফও বিদ্যুতায়িত হয়ে পড়েন। ঘটনাস্থলে দুজনই মারা যান। পরে প্রতিবেশী ও স্বজনেরা এসে দুজনের লাশ উদ্ধার করেন।
বাজিতখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল্লাহ আল হাসান বলেন, বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফ আলী বিদ্যুস্পৃষ্টে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত বলেন, এ ঘটনায় সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। দুই পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দুজনের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।