নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরের স্বেচ্ছাসেবক লীগ নেতা ফরহাদ হাসান ফিরোজকে আটক করেছে সৈয়দপুর থানা পুলিশ। ফিরোজ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সৈয়দপুর পৌর শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার (২২ এপ্রিল) দিনগত রাতে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি কার্যালয় ভাংচুরের মামলায় আটক করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
সৈয়দপুর থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন সত্যতা নিশ্চিত করে জানান, বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা কার্যালয় ভাংচুর মামলায় তাঁকে আটক করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) বিকেলের আগে আদালতের মাধ্যমে তাঁকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হবে।