নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর শহর শাখার সাবেক নায়েবে আমীর মরহুম আলহাজ্ব মোহাম্মদ তসলিম এর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সাথে জামায়াতে ইসলামী সৈয়দপুর শহর শাখার ১২ ওয়ার্ডের ইফতার মাহফিলও করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) বিকাল ৫ টায় সিটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচ্য বিষয় ছিল ‘মাহে রামাদানের গুরুত্ব ও তাৎপর্য’। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সৈয়দপুর শহর আমীর শরফুদ্দীন খান। বিশেষ অতিথি ছিলেন, শহর সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী, আল ফারুক একাডেমীর পরিচালনা কমিটির সভাপতি ডা. সৈয়দ মাসুদ হোসেন, সৈয়দপুর প্রেসক্লাবের আহ্বায়ক শওকত হায়াৎ শাহ।
জামায়াতের ১২ নং ওয়ার্ড সভাপতি হামিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সৈয়দপুর পৌর কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও মরহুম আলহাজ্ব মোহাম্মদ তসলিমের বড় ছেলে তোফায়েল মোহাম্মদ আজম।
সঞ্চালনা করেন মরহুম আলহাজ্ব মোহাম্মদ তসলিমের সন্তান শিক্ষক ও সাংবাদিক সাহাবাজ উদ্দিন সবুজ। প্রারম্ভে কুরআন তেলাওয়াত করেন সাংবাদিক শাহজাহান আলী মনন। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি সামসুল হক।
উপস্থিত ছিলেন, চব্বিশের অঅভ্যুত্থানে নিহত সৈয়দপুরের কৃতি সন্তান সোনারগাঁ বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র শহীদ সাজ্জাদ হোসেনের পিতা আলমগীর হোসেন, সৈয়দপুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহিদ সাহাব।