ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনীলফামারীসৈয়দপুরে এসএসসি পরীক্ষার্থীর সাফল্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল

সৈয়দপুরে এসএসসি পরীক্ষার্থীর সাফল্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল

নীলফামারী প্রতিনিধি: সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ গ্রহনকারী পরীক্ষার্থীদের সাফল্য কামনায় ও পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার শহরের কয়ানিজপাড়া এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানটির নিজস্ব চত্বরে ওই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি (ভারপ্রাপ্ত) সৈয়দ শাহ্ ফজলুর রহমান নাসিম।
প্রতিষ্ঠানটির কিন্ডার গার্টেন শাখার পরিচালনা পর্ষদের সভাপতি কাজী মো. একরামুল হকের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক আব্দুল লতিফের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ লায়ন মো. মোখলেছুর রহমান জুয়েল, সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের ডিরেক্টর লায়ন আজমল হক সরকার, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সভাপতি ও সৈয়দপুর সরকারি কলেজের বাংলা বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক লায়ন কহিনুর বেগম, এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী মেহেরাব হোসেন সিয়াম ও মুনাইসা আক্তার প্রত্যাশা, ব্যবসায় শিক্ষা বিভাগের হানসিকা চাদনী প্রমুখ।

এতে বক্তারা প্রতিষ্ঠানটি থেকে এবারের এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।পরে পরীক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ক্কারী মোহাম্মদ মকছুদুর রহমান।

উল্লেখ্য, সানফ্লাওয়ার স্কুল অ্আন্ড কলেজ থেকে এবারের (২০২৫ সাল) এসএসসি পরীক্ষায় তিন বিভাগে মোট ১৪৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৭৩জন, মানবিক বিভাগে ২৯জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৩ জন পরীক্ষার্থী রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular