ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষসৈয়দপুরে ওলামায়ে আহলে সুন্নাতের অভিষেক অনুষ্ঠান

সৈয়দপুরে ওলামায়ে আহলে সুন্নাতের অভিষেক অনুষ্ঠান

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে নব গঠিত ওলেমায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে) দুপুরে শহরের আদিবা কনভেনশন হলে ওই অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদায় বিশ্বাসী আলেম উলেমা ও ইমাম মুয়াজ্জিনদের স্বার্থ রক্ষার নিমিত্ত্বে ওই ওলেমায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াত গঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের কো-চেয়ারম্যান আলহাজ্ব ড. আফজাল হোসেন। এতে সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আলী মিসবাহী আশরাফী সাহেব।

এছাড়া মাওলানা আব্দুল ওয়াহেদ আশরাফীর সঞ্চালনায় উক্ত অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা জাকিরুল মুনির, মাওলানা মঈনুল ইসলাম আল কাদেরী, মাওলানা রিজওয়ান আল কাদেরী, মাওলানা শাহজাদা আশরাফী, মাওলানা মোরশেদুল কাদেরী, মাওলানা রাহাতুল আশেকীন, মাওলানা মুফতি মুহাম্মদ হামিদ জামাল আশরাফী, মাওলানা মোমিনুল ইসলাম রিজভী, মাওলানা রশিদুল ইসলাম, মাওলানা আব্দুল জব্বার রিজভী, মমতাজ রাসুল, আজহার সুলতানসহ বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও আলেমরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন বর্তমান সমাজে মসজিদের ইমাম মুয়াজ্জিন আলেম উলেমারা সর্বক্ষেত্রেই উপেক্ষিত। ইমাম মুয়াজ্জিনদের স্বার্থ রক্ষা ও প্রকৃত ইসলাম আকায়েদে আহলে সুন্নাতের প্রচার ও প্রসারের জন্যই এই ওলেমা এ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের যাত্রা।
এতে মাওলানা রিজওয়ান আল কাদেরী সাহেবকে সভাপতি ও মাওলানা মুফতি মুহাম্মদ হামিদ জামাল আশরাফীকে সাধারণ সম্পাদক করে মোট মোট ৩৬টি পদে বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিনকে রেখে কমিটি করা হয়। এটির পরিসর ভবিষ্যতে আরও বাড়ানো হবে বলে জানানো হয়।

পরে শপথপাঠ শেষে সালাতো সালাম ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular