নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইএমই’র বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ জামান পৌঁছলে তাঁকে স্বাগত জানানো হয়।
এসময় সৈয়দপুর ইএমই সেন্টার অ্যান্ড স্কুলে পৌঁছলে স্বাগত জানান জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড লে. জেনারেল মো. মাইনুর রহমান, ইএমই’র নবনিযুক্ত কর্নেল কমান্ডার মেজর জেনারেল এস এম জিয়া-উল আজিম, ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও রংপুর এরিয়ার এরিয়া কমান্ডার মোহাম্মদ মেজর জেনারেল কামরুল হাসান সহ অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেনাবাহিনী প্রধান সম্মেলনে উপস্থিত সামরিক কর্মকর্তা এবং কোর অব ইএমই’র অধিনায়কদের উদ্দেশ্যে কোরের তথা সেনাবাহিনীর উন্নয়নকল্পে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। কিনি কোর অব ইএমই’র গৌরবোজ¦ল ঐতিহ্য ও দেশমাতৃকার সেবায় এ কোরের অবদানের কথা উল্লেখ করেন।
তিনি আধুনিক ও যুগপোযোগি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে আগামি দিনের নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তত থাকার জন্য সেনাসদস্যের প্রতি আহবান জানান। ইএমই’র প্রতিটি সদস্য আগামি দিনে দেশ সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।