ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতসৈয়দপুরে খাতামধুপুর ইউপি চেয়ারম্যান পাইলট আটক

সৈয়দপুরে খাতামধুপুর ইউপি চেয়ারম্যান পাইলট আটক

নীলফামারী প্রতিনিধি : উপজেলার খাতামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রানা পাইলট বাবুকে আটক করা হয়েছে। সৈয়দপুর থানাধীন সদর পুলিশ ফাঁড়ির আইসি নয়ন কুমার মঙ্গলবার (৪ মার্চ) বেলা ৪ টায় শহরের মুন্সিপাড়া জাসদ মোড় থেকে তাকে আটক করেছে।

মাসুদ রানা পাইলট খাতামধুপুর ইউনিয়নের খিয়ারজুম্মা হাজীপাড়ার বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মৃত মোখলেছুর রহমানের ছোট ছেলে ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেনের ছোট ভাই। উক্ত ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগের সাবেক সভাপতি। গত ইউপি নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় যুবলীগ থেকে তাকে বহিষ্কার করা হয়।

আটকের বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বলেন, খাতামধুপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা পাইলট কে ডেভিল হান্ট অপারেশনের আওতায় গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আগামীকাল সকালে নীলফামারী আদালতে পাঠানো হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular