ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষসৈয়দপুরে শর্টসাকিটের আগুনে ২১ ঘর পুড়ে ছাই

সৈয়দপুরে শর্টসাকিটের আগুনে ২১ ঘর পুড়ে ছাই

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে ঢেলাপীরের অদুরে বোতলাগাড়ী ইউনিয়নের বুড়ির বাজারে হিন্দু পাড়ায় ভয়াবহ আগুনে প্রায় ২১টি বাড়ি ভস্মীভূত হয়েছে। শুক্রবার (১৬ মে ) রাতে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের হিন্দু পাড়ায় এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

এলাকাবাসী জানান, দুই ঘণ্টার আগুনে ২১ টি ঘর পু*ড়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও কয়েকটি বাড়ি। বৈদ্যুতিক শার্ট সার্কিট থেকে আ*গুনে সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় আরও ৫০০ টি ঘর আগুন থেকে রক্ষা পেয়েছে। অগ্নিকান্ডে আসবাবপত্রসহ নগদ টাকা, ধান-চাল, গরু-ছাগলসহ প্রায় ৭০ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, ওই এলাকার পাতাসী বেগম এর বাড়ি থেকে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা।
উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার খুরশীদ আলম বলেন, `প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এটি একটি ঘনবসতিপূর্ণ এলাকা। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই আমরা। এই আগুনে ২১টি বসতঘর পুড়ে গেছে। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপনে তদন্ত করা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular