নীলফামারী প্রতিনিধি : নীলফামারী সৈয়দপুরে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে অসহায়, দুস্থ মানুষের চিকিৎসা সেবায় ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। রোববার (৪ মে) বিকেলে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে ওই অনুদানের চেক হস্তান্তর করা হয়।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুর-ই আলম সিদ্দিকী উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন।
এ সময় সৈয়দপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নুর মোহাম্মদ, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. আবু রায়হান, কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চেয়ারম্যান মো. লানছু হাসান চৌধুরী, বাঙ্গালীপুর ইউনিয়ন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সৈয়দপুর উপজেলা সমাজ সেবা অফিস সূত্রে জানা গেছে, গতকাল রোববার সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে উপজেলার ২৫ ব্যক্তিকে মোট এক লাখ ১০ টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। এদের মধ্যে ১২ জনকে পাঁচ হাজার টাকা করে, ১১জনকে চার হাজার টাকা করে এবং দুই জনকে তিন হাজার টাকার করে চেক দেয়া হয়।
সৈয়দপুর উপজেলার পাঁচটি ইউনিয়নের কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, বাঙ্গালীপুর, বোতলাগাড়ী ও খাতামধুপুর ইউনিয়ন এবং পৌরসভা এলাকার অসুস্থ, দূর্ঘটনা আহত, দূরারোগ্য ব্যক্তির চিকিৎসা সেবায় এবং মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় ওই আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এছাড়াও একই দিন সৈয়দপুর উপজেলার তিন নম্বর বাঙ্গালীপুর ইউনিয়নের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দুইটি পরিবারকে ১০ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়।