ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনীলফামারীসৈয়দপুরে ১ টাকায় ঈদের রঙিন জামা পেল সুবিধাবঞ্চিত শিশুরা

সৈয়দপুরে ১ টাকায় ঈদের রঙিন জামা পেল সুবিধাবঞ্চিত শিশুরা

নীলফামারী প্রতিনিধি : ব্যতিক্রম উদ্যোগ। যা অনেকের কাছে অনুকরণীয় ও অনুসরনীয়। মাত্র ১ টাকায় ঈদের রঙিন জামা কিনেছেন সমাজের সুবিধা বঞ্চিত শিশুরা। এভাবে মাত্র এক টাকায় ঈদের নতুন পোশাক পেয়ে খুশিতে মেতেছে নীলফামারীর সৈয়দপুরের শতাধিক সুবিধাবঞ্চিত শিশু।

বৃহস্পতিবার (২৭ মার্চ) নীলফামারীর সৈয়দপুর শহরের গোলাহাট এলাকায় ১ টাকায় ঈদের নতুন জামা ওই দোকানটি বসানো হয়। আয়োজনের মধ্যে নতুন সব ডিজাইনের ফ্রক, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট ছিল। আগত সুবিধাবঞ্জিত শিশুরা ১ টাকার বিনিময়ে তাদের পছন্দমতো পোশাক কিনে নেন। আর এভাবে মাত্র এক টাকায় ঈদ নতুন জামা পেযে খুশি সুবিধা বঞ্চিত শিশুরা।

আমাদের প্রিয় সৈয়দপুর নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এর আয়োজন করে। মাত্র এক টাকায় হাতে নতুন পোশাক পেয়ে মহাখুশি অসহায় শিশু সাব্বির (১২), মল্লিক (৮)। তাঁদের উভয়ের বাবা নেই। মা অন্যের বাসায় কাজ করেন। এখনো তাঁদের জন্য নতুন কোনো জামা কিনতে পারেনি মা। আমাদের প্রিয় সৈয়দপেুর সংগঠনের অস্থায়ী দোকান থেকে মাত্র এক টাকায় নতুন পোশাক পেয়ে তাঁরা খুবই খুশি। এখন ঈদ ভালই কাটবে বলে জানায় তাঁরা।

সংগঠনের সদস্য সামিউল, রাজা, রাব্বি জানান, সমাজে সুবিধা বঞ্চিত শিশুরা বেশিভাগ সময়ই বঞ্চিত। ঈদেও তারা নতুন কাপড় কিনতে পারে না। তাই ওইসব শিশুদের ঈদ আনন্দ বর্ণিল করতেই আমরা এক টাকায় ঈদের নতুন জামা দিয়েছি। ঈদের আগ পর্যন্ত এ কর্মসূচী চলবে আমাদের।

সংগঠনের প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী জানান, মূলত সুবিধা বঞ্চিত, এতিম শিশুদের জন্য আমাদের এই আয়োজন। যেসব শিশুদের ঈদের নতুন জামা হয়নি তারা স্বচ্ছন্দে আমাদের প্রিয় সৈয়দপুর এর দোকান থেকে মাত্র এক টাকার বিনিময়ে নিজের পছন্দ মত পোশাক নিতে পারবে। আমাদের সদস্যরা নিজস্ব অর্থায়নে সুবিধা বঞ্চিত শিশুদের নতুন জামা দিয়ে এই আয়োজন করেছে। এছাড়া পর্যায়ক্রমে আমরা শাড়ি, লুঙ্গি, থ্রিপিস ও সেমাই চিনি দুধও দেওয়া হচ্ছে অসহায়দের জন্য। এ কার্যক্রম চাঁদ রাত পর্যন্ত চলবে বলে জানান তিনি।

সংগঠনটি প্রতি বছর এসব সুবিধা বঞ্চিত শিশুদের ঈদের নতুন জামা, সালামী ও গরীবদের জন্য শাড়ি, লুঙ্গি, থ্রি পিস এবং সেমাই চিনি দুধ দিয়ে আসছে। শিশুরা ঈদের দিন নতুন জামা পরতে পছন্দ করে কিন্তু অনেকে দারিদ্রতার কারনে পছন্দমত পোশাক নিতে পারে না। আর তাই পথশিশুদের সেই ইচ্ছা পূরণে এগিয়ে এসেছে সৈয়দপুরের ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ সংগঠনটি।

মানুষ মানুষের জন্য একটু সহাভূতি কী পেতে পারেনা। বিখ্যাত এ গানের সাথে সম্পৃক্ত করেছেন আমাদের প্রিয় সৈয়দপুরের সদস্যবৃন্দ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular