ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনারায়ণগঞ্জসোনারগাঁয়ে ইস্টার্ন ব্যাংকে এসির কম্প্রেসার বিস্ফোরণে নিহত ২

সোনারগাঁয়ে ইস্টার্ন ব্যাংকে এসির কম্প্রেসার বিস্ফোরণে নিহত ২

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: উপজেলায় এসির কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই যুবক নিহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার সোনারগাঁ মেগা কমপ্লেক্সে অবস্থিত ইস্টার্ন ব্যাংকের কাচঁপুর উপ-শাখায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁদপুর সদরের সেলিম বেপারীর ছেলে তুহিন (২৫) ও লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার বাসিন্দা রাফি (২৩)। তারা এসআর পাওয়ার টেকনোলজি নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

কাচঁপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, দুপুরে সোনারগাঁ মেগা কমপ্লেক্সে অবস্থিত ইস্টার্ন ব্যাংকে এসির কম্প্রেসার মেরামত করার সময় তুহিন নামে একজন টেকনিশিয়ান ও রাফি নামে তার সহকারী কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এসআর পাওয়ার টেকনোলজির জেনারেল ম্যানেজার শফিউল আলম জানান, ইস্টার্ন ব্যাংক কাচঁপুর উপ-শাখায় এসি মেরামতের জন্য আমরা তুহিন ও রাফি নামের দুজনকে পাঠালে সেখানে কাজ করতে গিয়ে দগ্ধ হয়ে দুজন মারা যান।

সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী জানান, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। দুইজন নিহতের খবর পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular