ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষস্কুলে অগ্নি নিরাপত্তা প্রশিক্ষণ আয়োজন করলো এনার্জিপ্যাক

স্কুলে অগ্নি নিরাপত্তা প্রশিক্ষণ আয়োজন করলো এনার্জিপ্যাক

সম্প্রতি গাজীপুরের শ্রীপুরে অবস্থিত শৈলাট উচ্চ বিদ্যালয়ে একটি অগ্নি নিরাপত্তা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে । এ ক্যাম্পেইন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক এবং অন্যান্য কর্মীদের মাঝে অগ্নি নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে আয়োজন করা হয়।

অগ্নি নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। ২০২৪ সালে দেশে প্রতিদিন গড়ে প্রায় ৭৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগলে কী করতে হবে সে সম্পর্কে মানুষের পর্যাপ্ত জ্ঞান নেই। সবার মাঝে সচেতনতা তৈরির লক্ষ্য নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক সহ প্রায় ২৫০ জন অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা হাতে-কলমে অগ্নি নিরাপত্তা কৌশল সম্পর্কে জানার সুযোগ পান। বিশেষ করে, শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীরা অগ্নি প্রতিরোধ, নির্বাপক যন্ত্রের সঠিক ব্যবহার এবং উদ্ধার প্রক্রিয়া সম্পর্কে জানার সুযোগ পান।

এই আয়োজন তরুণ শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা সম্পর্কে সচেতনতা এবং স্কুল কমিউনিটির মধ্যে দায়িত্ববোধ গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে বলে আশাবাদী আয়োজকরা।

উল্লেখ্য, গুরুত্বপূর্ণ সিএসআর উদ্যোগ গ্রহণের মাধ্যমে বাংলাদেশজুড়ে জননিরাপত্তা, টেকসই উন্নয়ন এবং সামাজিক কল্যাণ নিশ্চিত করতে কাজ করে একটি বেসরকারি সংস্থা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular