নিজস্ব, প্রতিবেদক, চট্টগ্রাম।
স্টুডেন্টস্ এসোসিয়েশন চট্টগ্রাম কলেজ এর সম্মানিত উপদেষ্টা প্রয়াত ডা:শাখাওয়াত উল্ল্যাহ স্যারের স্মরণসভা এবং ইফতার ও দোয়া মাহফিল সফলভাবে সম্পন্ন।
চট্টলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজে অধ্যয়নরত সন্দ্বীপের শিক্ষার্থীদের সংগঠন “সন্দ্বীপ স্টুডেন্টস এসোসিয়েশন” এর ইফতার মাহফিল ও আলোচনা সভা নগরীর হালিশহরস্থ নয়া বাজার মোড় সংলগ্ন “তায়েফ রোজ গার্ডেন” এ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মহিউদ্দিন সৌরভ এর সভাপতিত্বে ও প্রতিষ্ঠাকালীন আহবায়ক ইকবাল ইবনে মালেক এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রোগ্রামে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের প্রাক্তন ছাত্র ও ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ নাসির উদ্দিন(চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল) মো. মোশাররফ হোসেন(পরিচালক-চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল) ডা. মহব্বত (চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল) ডা: মাহমুদ আল ফারাবী (চট্টগ্রাম মেডিকেল কলেজ) ও ডা. নোমান।

এছাড়াও প্রোগ্রামকে উপস্থিত থেকে প্রাণবন্ত করেছেন যথাক্রমে প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহবায়ক মমতাজুল হাসান ফরহাদ, বিওডি কো-চেয়ারম্যান ও সাবেক সভাপতি বাকের হোসাইন কাউছার, সাবেক সভাপতি মাসুদুর রহমান,আশিক ইলাহি,ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদ সোহেল,সাবেক সাধারণ সম্পাদক এস.এম. মনিরুল ইসলাম, মোবারক হোসাইন,বর্তমান সাধারণ সম্পাদক এ.কে.এম মুসা নাঈম ও আহমেদ উল্লাহ,মাহমুদ আরাফাত,আব্দুস সামাদ রিফাত,কারিম, কালবী, কাউছার সহ প্রমূখ।

এছাড়াও অনলাইন এক্টিভভিস্ট ও সামাজিক সংগঠন থেকে উপস্থিত ছিলেন সন্দ্বীপ ছাত্র ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি আবদুর রহমান রিফাত, সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং আহবায়ক মেহরাব হোসেন, সন্দ্বীপ ইউনিক সোসাইটি সভাপতি কাজি রহমত, আলোকায়নের সভাপতি শরিফ সাহজাদা ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জাহিদ, চাইল্ড ওয়েলফেয়ার এসসিয়েশন সভাপতি শাকিল, সাংবাদিক নুর নবী রবিন ও সাংবাদিক আবদুর রহমান ইমন প্রমুখ।

সাবেক সভাপতি ও বিওডি কো-চেয়ারম্যান বাকের হোসাইন কাউছারের মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল সমাপ্ত হয়।
