সুমন দত্ত: পুলিশের দ্বারা স্ত্রী ধর্ষনের বিচার চাইতে গিয়ে উল্টো পুলিশের করা মামলায় ২২ দিন জেল খাটলেন এক হতভাগ্য স্বামী। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ভূক্তভোগী স্বামী আনোয়ার হোসেন।
ঘটনার সূত্রপাত ২০২৪ সালের ভোলার বোরহানউদ্দিনে জমি সংক্রান্ত এক মামলা থেকে। সেদিন ভূক্তভোগীর স্ত্রী থানায় যান জমি উদ্ধারে পুলিশের সহায়তা চাইতে। পুলিশের প্রতারণা পূর্ণ আচরণে ভূক্তভোগীর স্ত্রী কে এস আই রাজিবের যৌন লালসার শিকারে পরিণত হোন।
পরে এ নিয়ে ধর্ষিতা এসআই রাজীবের বিরুদ্ধে অভিযোগ করলে সেই মামলা নিয়ে একাধিক পুলিশ কর্মকর্তা সময়ক্ষেপন করেন। এরপর উল্টো ধর্ষিতার স্বামীকে থানায় ডেকে নিয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে ধর্ষণ ও অপহরণের মামলা ঠুকে দেন। এভাবে দুর্নীতিবাজ কতিপয় পুলিশ কর্মকর্তা পুলিশ রাজিবের বিরুদ্ধে করা ধর্ষণ মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।
পুলিশ ধর্ষিতার স্বামী আনোয়ার হোসেনকে গ্রেফতার করে ২২ দিন জেলে রাখেন। অসহায় পরিবারটি এ ঘটনার সুষ্ঠু তদন্ত চান এবং দোষীদের দৃষ্টান্তমূলক সাজা চান তারা।
ধর্ষণের শিকার ভূক্তভোগী আনোয়ার হোসেনের স্ত্রীর দাবি
১। অভিযুক্ত ধর্ষক এসআই রাজিব হোসেন এবং তার সহযোগীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।
২। বরিশালে আমার জীবনের নিরাপত্তা ঝুঁকি থাকায়, এসআই রাজিবের বিরুদ্ধে FIR ঢাকায় গ্রহণের সুযোগ দিতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রিপোর্ট না আসার অজুহাতে মামলা নিয়ে আর যেন বিলম্ব না হয়।
৩। আমার স্বামীর বিরুদ্ধে সাজানো অপহরণ ও মিথ্যা ধর্ষণ মামলাটি প্রতিষ্ঠা করার বিষয়টি অবিলম্বে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হোক।
৪। আমি এবং আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং নতুন করে কোন মিথ্যা মামলায় পুলিশ ফাঁসাতে না পারে এই নির্দেশনা দেওয়ার আবেদন করেন।