নিউজ ডেস্ক : স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ডিসিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার প্রতিনিধিদের নির্বাচন সম্পন্ন হওয়া দরকার বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি। তবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে জাতীয় ঐকমত্য কমিশন।’
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে আসিফ মাহমুদ বলেন বলেন, ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত ছিল না এমন আওয়ামী লীগ নেতারা ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন।
আওয়ামী শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ সারা দেশে যে গণহত্যা চালিয়েছে, তার শাস্তি নিশ্চিত হওয়া জরুরি।