নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্যর এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে শুধু আশ্রয় দিয়েই ক্ষান্ত হয় নাই, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে ইন্ধন দিচ্ছেন।
তিনি বলেন, আমরা বাংলাদেশি হিসেবে দেশের অখণ্ডতা রক্ষার জন্য জানমাল দিয়ে প্রস্তুত আছি। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে দেশের সব মানুষ ঐক্যবদ্ধ।
বুধবার ঢাকায় আয়োজিত জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, যারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করছেন তাদের মনে রাখতে হবে, এই বাঙালি কখনও পরাজয় মেনে নেয় নাই।
ভারতকে উদ্দেশ্যে করে বিএনপির এ নেতা আরও বলেন, অনেকেই চেষ্টা করেছে তারা সফল হয়নি। ফেলানির মরদেহ যখন বর্ডারের তাঁরে ঝুলিয়ে রাখা হয়, তখন প্রতিবাদ দেখি নাই। আবার চিন্ময় দাসকে গ্রেফতার করায় প্রতিবাদ জানায় তারা (ভারত)। আবার আইনজীবী আলিফ হত্যায় তারা প্রতিক্রিয়া দেয় নাই। বাংলাদেশের মানুষ নিজের ভালো নিজে বোঝে।
তিনি আরও বলেন, আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে আক্রমণ হলো তা ভিয়েনা কনভেনশনে কোথায় লেখা আছে। ধর্ম নিরপেক্ষতায় ভারত কতটুকু বিশ্বাস করে সন্দেহ আছে। বাংলাদেশের অখণ্ডতা রক্ষায় মানুষ ঐক্যবদ্ধ।