ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকহত্যার হুমকি পাচ্ছেন ইলন মাস্ক

হত্যার হুমকি পাচ্ছেন ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ককে দক্ষতা বৃদ্ধি বিষয়ক দপ্তরের (ডিওজিই) দায়িত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম মন্ত্রিসভার বৈঠকে দায়িত্ব নেওয়ার পর অংশ নেন মাস্ক। সেখানেই তিনি চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভির।

ইলন মাস্ক জানিয়েছেন, তার কাজের জন্য এখন অনেক মৃত্যুর হুমকি পাচ্ছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রিসভায় বৈঠকের সময় ট্রাম্প মাস্ককে বক্তব্য দিতে বলেন। সেইসময় ইলন মাস্ক বলেছেন, ডিওজিই টিম তার কাজের মাধ্যমে সরকারি কম্পিউটার সিস্টেমগুলো ঠিক করতে সহায়তা করছে। কমপিউটারের সিস্টেমগুলোর মধ্যে বেশিরভাগই অনেক পুরাতন। তারা যোগাযোগ রাখছে না। সিস্টেমে অনেক ভুল আছে। সফটওয়্যার কাজ করছে না।

তিনি বলেন, আমরা আসলে প্রযুক্তিগত সমর্থন। হাস্যকর হলেও এটাই সত্য। ইলন মাস্ক বলেছেন, ডিওজিই দলের লক্ষ্য হচ্ছে ব্যাপক প্রতারণাকে তুলে ধরা। আমরা যদি এটি না করি তাহলে একদিন যুক্তরাষ্ট্র দেউলিয়া হয়ে যাবে।

ইলন মাস্ক ইমেইল করে গত শনিবার বলেছিলেন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ২৩ লাখ সরকারি কর্মচারীকে জানাতে হবে গত সপ্তাহে তারা ঠিক কী কী কাজ করেছেন। তার মেইলের জবাব না দিলে ধরে নেওয়া হবে সেই সরকারি কর্মী চাকরি থেকে ইস্তফা দিতে ইচ্ছুক। সেই বার্তা পেয়ে আতঙ্ক ছড়িয়েছিল বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীদের মধ্যে। তবে মাস্কের সেই বার্তাকে আমলে নেয়নি না খোদ ট্রাম্প প্রশাসন।

আর এটি করতে গিয়েই হত্যার হুমকি পাচ্ছেন বলে মন্ত্রিসভার বৈঠকে জানান ট্রাম্পের ঘনিষ্ঠ এই মিত্র।

তার ইমেইল নিয়ে ট্রাম্প প্রশাসন এবং তার দল রিপাবলিকান পার্টিতে অস্বস্তি সৃষ্টি হয়েছে। রিপাবলিকানদের একটি অংশ মনে করছে, তার কার্যক্রম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি অঙ্গীকার পূরণে বাধা সৃষ্টি করতে পারে। এ নিয়ে রিপাবলিকান পার্টির অনানুষ্ঠানিক বৈঠকও হয়েছে। তবে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকারসহ কিছু রিপাবলিকান কংগ্রেসম্যান মাস্কের কর্মকাণ্ডের প্রশংসাও করছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular