ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকহাউজ অব কমন্সে প্রফেসর ইউনুসের রিফর্ম এজেন্ডা শীর্ষক সেমিনার

হাউজ অব কমন্সে প্রফেসর ইউনুসের রিফর্ম এজেন্ডা শীর্ষক সেমিনার

নিউজ ডেস্ক : সিটিজেন ফর রিফর্ম ইন বাংলাদেশ নামের একটি সংগঠনের আয়োজনে ‘‘প্রফেসর ইউনুস রিফর্ম এজন্ডা এন্ড দ্য পাথ টু এ সাকসেসফুল ডেমক্রেটিক ট্রানজিশন ফর বাংলাদেশ‘‘ নির্বাচন না সংস্কার কোনটা জরুরী এনিয়ে ব্রিটিশ পার্লামেন্ট হাউজ অব কমন্সে এক সেমিনারের আয়োজন করা হয় ।

সেমিনারের হোষ্ট ‘‘ইলিংসেন্ট্রেল এন্ড এ্যাকটন‘‘ আসন থেকে নির্বাচিত বাংলাদেশী বংশদ্বোত লেবার দলীয় ব্রিটিশ এমপি ড. রূপা হকের সভাপতিত্বে ও সঞ্চালনায় এই সেমিনারের প্যানেলিষ্ট হিসেবে আলোচনায় অংশ নেন ইষ্টলন্ডনের নিউহ্যাম কাউন্সিলের সাবেক কাউন্সিলার আইয়ুব করম আলী, কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন শায়ের খান, সোয়াস ইউনিভারসিটির অ্যাপক নওমি হোসাইন ও জাগরন ফাউন্ডেশনের শাহিন খান।

৬মে ২০২৫ মঙ্গলবার লন্ডন সময় বিকেল ৫টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৮টা পরর্যন্ত আলোচনায় আলোচকবৃন্দ ‘‘নির্বাচন না সংস্কার‘‘ কোনটা জরুরী এনিয়ে আলোচকবৃন্দের তিন সদস্য ও সেমিনারের হোষ্ট ব্রিটিশ এমপি সংস্কারকেই গুরুত্ব দিয়েছেন বেশী। আইউব করম আলী, জুলকার নাইন শায়ের খান, শাহিন খান ও হোষ্ট ড. রূপাহক এমপি মনে করেন নির্বাচনের চেয়ে সংস্কার জরুরী এই চারজন একমত পোষণ করে বলেন সকল সংস্কার শেষ না করে নির্বাচন হলে ২০২৪ এর বিপ্লব ব্যর্থ হবে।

একজন আলোচক তাঁর যুক্তি তুলে ধরে বলেন যেকোন দেশে সংস্কার করার অধিকার রাখে একমাত্র গণতান্ত্রিক সরকার। যেহেতু এই সরকার গণতান্ত্রিক নয়, তাদের সংস্কার করার অধিকার বাংলাদেশের সংবিধানে আছে কি না তা-ও দেখার বিষয়। এটি নির্ভর করবে বাংলাদেশের সংবিধানের উপর।

হাউজ অব কমন্সের কমিটি রুম ১১এর SW1O AA আলোচকরা বলেন ২০২৪ সালের ছাত্রদের নেতৃত্বে সফল বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনার ১৭ বছরের ফ্যাসিবাদি শাসনের অবশান হয়েছে। ফ্যাসিবাদ উৎখাতের মাধ্যেমে একটি গণতান্ত্রিক এবং সমতাবাদি বাংলাদেশের আশা জেগেছে।

২০২৪ জুলাই বিপ্লবের ৮ মাস অতিবাহিত হলেও দেশ এখন এক কঠিন সময় পার করেছে। ফ্যাসিষ্ট হাসিনা সরকারর পতনের নেতৃত্ব দেয়া আন্দোলনকারী ছাত্রসমাজ চাইছে সংবিধান পরিবর্তন সহ রাষ্ট্রের জন্য মঙ্গলকর সকল বিষয়ে মৌলিক সংস্কার। সকল সংস্কার শেষ করে নির্বাচন হলে দেশ এবং জাতির উজ্বল ভবিষ্যৎ আশা করা যায়। অন্যতায় ২৪এর অভ্যূত্থান ব্যর্থ হবে।

অন্যদিকে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি গুরুত্বপূর্ন কয়েকটি সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিতে সরকারের উপর চাপ দিচ্ছে। বিএনপি মনে করে গণতান্ত্রিক সরকার ছাড়া সকল সংস্কার সম্ভব নয়। এছাড়া এই সেমিনারের বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি ও অন্যন্য রাজনৈতিক দলের কারো উপস্থিতি দেখা যায়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular