ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাহাথুরুসিংহ বরখাস্ত, অন্তর্বর্তীকালীন কোচ সিমন্স

হাথুরুসিংহ বরখাস্ত, অন্তর্বর্তীকালীন কোচ সিমন্স

নিউজ ডেস্ক : প্রধান কোচের পদ থেকে চান্ডিকা হাথুরুসিংহকে আচরণবিধি ভঙ্গের অভিযোগে বরখাস্ত করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার জায়গায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ক্যারিবীয় ফিল সিমন্সকে।

মিরপুরে মঙ্গলবার (১৫ অক্টোবর) সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

বাংলাদেশ দলের সঙ্গে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি ছিল হাথুরুসিংহের। দিন ছয়েক পরেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ। কিন্তু তার আগেই অসাদাচরণের জন্যই লঙ্কান এ কোচকে ছাঁটাই করলো বিসিবি। তার বিরুদ্ধে ২০২৩ বিশ্বকাপের সময় নাসুম আহমেদকে শারিরীকভাবে লাঞ্চিত করার অভিযোগ ছিল। এছাড়া নির্ধারিত ছুটির চেয়ে বেশি ছুটি তিনি কাটিয়েছেন বলেও অভিযোগ আছে। যা আচরণবিধি ভঙ্গের অংশ।

হাথুরুসিংহকে বরখাস্ত করার বিষয়ে গণমাধ্যমকে ফারুক আহমেদ বলেন, ‘বর্তমান কোচের ব্যাপারে আমরা চেষ্টা করছিলাম। দুই-তিনটা ঘটনা ঘটেছে। এটা দলের জন্য ভালো উদাহরণ ছিল না। শোকজ ও সাসপেনশন দেয়া হয়েছে। বরখাস্ত করার আগে আমরা তাকে নিয়ম মেনে শোকজ নোটিশ করেছি। এরপর আমরা বরখাস্ত করব। চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত কোচ ফিল সিমন্স।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular