নিউজ ডেস্ক: দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে ফুটবলে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ ভারতই। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আর এবারের ম্যাচটির দিকে বিশেষ কারণে গোটা দক্ষিণ এশিয়ার নজর। এই ম্যাচ দিয়েই বাংলাদেশের হয়ে অভিষেক হতে পারে লেস্টার সিটির হয়ে এফএ কাপের শিরোপাজয়ী ও বর্তমানে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা দেওয়ান চৌধুরীর।
২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচ সামনে রেখে বৃহস্পতিবার (২০ মার্চ) ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন কোভ হাভিয়ের কাবরেরা। দলে আছেন শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা চৌধুরী। পূর্বঘোষণা অনুযায়ী দলে জায়গা হয়নি ইতালির ক্লাব ওলবিয়া ক্যালসিওতে খেলা ফাহমিদুল ইসলামের।
ভারতের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড:
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ;
ডিফেন্ডার: শাকিল আহাদ তপু, রহমত মিয়া, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, শাকিল হোসেন, ঈসা ফয়সাল।
মিডফিল্ডার: হামজা দেওয়ান চৌধুরী, চন্দন রায়, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মুজিবর রহমান জনি, শেখ মোরসালিন, সৈয়দ শাহ কাজেম কিরমানি, জামাল ভূঁইয়া।
ফরোয়ার্ড: মোহাম্মদ ইব্রাহিম, ফয়সাল আহমেদ ফাহিম, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, আল আমিন।