ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধ১২ হাজার পিস ইয়াবাসহ গৌরীপুরের কণা ও ঝিলিক গ্রেফতার

১২ হাজার পিস ইয়াবাসহ গৌরীপুরের কণা ও ঝিলিক গ্রেফতার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ১২হাজার পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। রবিবার (২৩ ফেব্রুয়ারী) রাতে ময়মনসিংহ সদরের চুরখাই এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ীরা হলো, নাছিমা বেগম ওরফে কণা ও নুরুন্নাহার ওরফে ঝিলিক। তাদের বাড়ি গৌরীপুর পৌরসভার ৯ ওয়ার্ডের বালুয়াপাড়া মহল্লায়। তারা দুজন সহোদর বোন। তাদের পিতার নাম মৃত আঃ আজিজ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ সূত্রে জানা গেছে, ২৩ ফেব্রুয়ারী রাতে ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে অভিযান চলে। অভিযানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই সিবিএমসিবি হাসপাতালের সামনে থেকে দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular