স্পোর্টস ডেস্ক: ঈদের ছুটির পর আবারও মাঠে ফিরেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। প্রথম দিন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন আবাহনীর ওপেনার পারভেজ হোসেন ইমন। ৫ ছক্কায় ১৫ বলেই ফিফটি গড়েছেন এই ব্যাটার।
রোববার (৬ এপ্রিল) বিকেএসপিতে আগে ব্যাট করে মাত্র ৮৮ রানে অলআউট হয় শাইনপুকুর। রান তাড়া করতে নেমে স্রেফ ৬.৪ ওভারেই ১০ উইকেটের বড় জয়ের দেখা পায় আবাহনী। ব্যাট হাতে ৪টি চার ও ৬টি ছক্কার মারে ২৩ বলে ৬১ রান করেন পারভেজ ইমন। এই টর্নেডো ইনিংস খেলার পথে তিনি ফিফটি করেন ১৫ বলেই।
এতে লিস্ট ‘এ’ ক্রিকেট তো বটেই স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম ফিফটির রেকর্ড নিজের করে নিয়েছেন ইমন। এত দিন রেকর্ডটি ছিল শুভাগত হোমের। ২০১৯ সালে প্রিমিয়ার লিগের টি-টোয়েন্টি সংস্করণে ১৬ বলে ফিফটি করেছিলেন হোম।