ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলা২০২৬ বিশ্বকাপের টিকিট পেল ইরান

২০২৬ বিশ্বকাপের টিকিট পেল ইরান

স্পোর্টস ডেস্ক: এশিয়ার প্রথম দেশ হিসেবে ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করার টিকিট হাতে পায় জাপান। এরপর ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া আগামী বিশ্বকাপের টিকিট পেয়েছে এশিয়ার দেশ ইরান। 

জাপান-ইারান ছাড়াও বিশ্বকাপ নিশ্চিত হয়েছে নিউজিল্যান্ডের। বাছাইপর্ব থেকে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করে দ্বীপরাষ্ট্রটি। 

বুধবার ব্রাজিলের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে আর্জেন্টিনা। ওই জয়ের আগেই অবশ্য আর্জেন্টিনার বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়েছে। বলিভিয়া ও উরুগুয়ে ম্যাচ ড্র হওয়ায় মঙ্গলবার রাতে আর্জেন্টিনার বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়ে যায়। 

বাছাইপর্ব থেকে বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে জাপান, ইরান, আর্জেন্টিনা ও নিউজিল্যান্ড- চার দেশের। স্বাগতিক হিসেবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপ খেলবে। সব মিলিয়ে আগামী বিশ্বকাপ ফুটবলে খেলা নিশ্চিত হয়েছে সাত দলের। 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular