ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধ৬২ লাখ টাকার হিরোইন ও কোকেন আটক

৬২ লাখ টাকার হিরোইন ও কোকেন আটক

নীলফামারী প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে বাসে অভিযান চালিয়ে সাড়ে ৬২ লাখ টাকার কোকেন হিরোইন আটক করেছে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)।

বুধবার জেলা সদরের দারোয়ানী টেক্সটাইল মিলের অদুরে ৫৬ বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের এক নম্বর গেটের সামনের সড়কে একটি বাসে তল্লাশী চালিয়ে ওই মাদকদ্রব্য উদ্ধার করে।

বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিজিবির নীলফামারী ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ব্যাটালিয়নের এক নম্বর গেটের সামনে নীলফামারী-সৈয়দপুর সড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে ডোমার থেকে সৈয়দপুর গামী যাত্রীবাহি বিসমিল্লাহ পরিবহনে (টাঙ্গাল-জ-১১-০০৬৭) তল্লাসী চালানো হয়। এসময় ওই বাসে মালিক বিহীন অবস্থায় ৯৭০ গ্রাম হিরোইন এবং ৮৬০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬২ লাখ ৪০ হাজার টাকা। এবিষয়ে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

সংবাদ সম্মেলনে বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular