ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহ৭ দফা বাস্তবায়নের দাবিতে ক্ষেতমজুর সমিতির বিক্ষোভ

৭ দফা বাস্তবায়নের দাবিতে ক্ষেতমজুর সমিতির বিক্ষোভ

ময়মনসিংহ (গৌরিপুর) প্রতিনিধি:   বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি উপজেলা শাখার উদ্যোগে ৭ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

রবিবার এ কর্মসূচি পালন করেছে সংগঠনটির দলীয় নেতা-কর্মীরা।

উপজেলার সিধলং বিলের ইজারা বাতিল, বরাদ্দকৃত ভূমিহীনদের খাসজমি বুঝিয়ে দেয়া, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ক্ষেতমজুরদের জন্য রেশন ও পেনশন চালুকরণ, সরকারি প্রকল্পের দুর্নীতিবন্ধকরণ, প্রকৃত সুবিধাভোগীদের তালিকা প্রণয়ন, টিসিবি চালুকরণসহ ৭দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ মিছিলটি গৌরীপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিটি গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুর হাসানের পক্ষে প্রশাসনিক কর্মকর্তা পরেশ চন্দ্র সাহা রায়।

বিক্ষোভ সমাবেশে সংগঠনের সভাপতি হারুন আল বারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন কৃষক সমিতি গৌরীপুর উপজেলা শাখার সভাপতি মজিবুর রহমান ফকির, উদীচী গৌরীপুর সংসদের সভাপতি ওবায়দুর রহমান, উপজেলা কৃষক সমিতির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, গোলাম মোহাম্মদ, সাধারণ সম্পাদক প্রকৌশলী রিয়াজুল হাসনাত, বাংলাদেশ মহিলা পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মমতাজ বেগম, ক্ষেতমজুর সমিতির সদস্য নজরুল ইসলাম, বাচ্চু মিয়া, কাছম আলী, হাবিবুর রহমান ও সুখেন চন্দ্র দাস প্রমুখ। বক্তারা দ্রুত দাবিগুলো বাস্তবায়নের দাবি জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular