৯৬ বিলিয়ন ডলার অর্থ পাচারের অভিযোগে কেরেলায় ধরা পড়ল এক লিথুনিয়ান নাগরিক। আমেরিকার অভিযোগের প্রেক্ষিতে ভারতের সিবিআই ও কেরেলা পুলিশের সহায়তায় গত বুধবার তিরুবুনানতিমপুরম থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। লিথুনিয়ান ওই ব্যক্তির নাম এলেক্সিজ বেসিকভ।
৬ বছর আমেরিকায় ফেরার ছিল সে। গ্রানটেক্স নামক এক ক্রিপটোকারেন্সি প্লাটফর্ম ব্যবহার করে তিনি এই অর্থ পাচারের কাজ করেন। সন্ত্রাসী গোষ্ঠী, মাদক পাচারকারীর মতো অপরাধ চক্রকে অর্থ সহায়তা করতেন তিনি।