
জাফর আলম, কক্সবাজার : বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের জিরো পয়েন্টে আশ্রিত রোহিঙ্গাদের সরিয়ে ঘুমধুমস্থ ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা হচ্ছে।
রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে এসব রোহিঙ্গাদের সরানোর কাজ শুরু হচ্ছে বলে নিশ্চিত করেছেন ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ। তিনি জানান, গত শনিবার এসব রোহিঙ্গাদের সরাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রথম দফায় সরানো হচ্ছে ৩৫ টি পরিবারের ১৮০ জন নিবন্ধিত রোহিঙ্গা সদস্যকে।
বর্তমানে তুমব্রু সীমান্তে ৫৫৮টি পরিবারের ২৯৭০ জন রোহিঙ্গা অবস্থান করছে। যাদের মধ্যে ৩৭৭ টি রোহিঙ্গা পরিবারের ২ হাজার ৯৮ জন রোহিঙ্গা নিবন্ধিত। বাকী ১৭৯ টি পরিবারের ৮৭২ জন রোহিঙ্গা অনিবন্ধিত।
গত ১৮ জানুয়ারী তুমব্রু সীমান্তে গোলাগুলি ও অগ্নিসংযোগে রোহিঙ্গাদের ঘরবাড়ি পুড়ে যায়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: