
নিউজ ডেস্ক : চলতি মাসেই নতুন তিনটি স্টেশন দিয়ে যাত্রা শুরু করছে মেট্রোরেলের দ্বিতীয় পর্ব। স্টেশন তিনটি পরোপুরি প্রস্তুত। স্টেশনের সঙ্গে ফার্মগেটের সরাসরি সংযোগে রাখা হচ্ছে বিশেষ পথ। একই ব্যবস্থা থাকছে কারওয়ানবাজারেও।
উচ্চতা বেশি হওয়ায় এ দুটি স্টেশনে যে আলাদা একটি করে ফ্লোর রয়েছে, সেখানে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
গত ডিসেম্বরে গতিহীন ঢাকায় বিরামহীন চলার স্বপ্ন ডানা মেলেছে। এখন শুধু সেই পাখায় ভর করে গন্তব্যে পৌঁছানোর পালা। বলা হচ্ছে, মেট্রোরেলের কথা। এমআরটি লাইন সিক্সের হাত ধরে শুরু এ মেট্রোযাত্রা। প্রথমে উত্তরা থেকে আগারগাঁও; এবারের গন্তব্য মতিঝিল।
চলতি মাসের শেষেই শুরু হবে সেই পথে চলা। প্রাথমিক লক্ষ্য তিনটি স্টেশন - ফার্মগেট, সচিবালয়, আর মতিঝিল।
প্রথমে তিন ঘণ্টা, পরে পর্যায়ক্রমে বাড়বে সময়, যুক্ত হবে একেকটি করে স্টেশন। সেই লক্ষ্যে দুই পর্ব এক করে এখন চলছে সমন্বিত ট্রায়াল রান। এরপরই শুরু হবে বাণিজ্যিক যাত্রা।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: