খুলনা প্রতিনিধি : খুলনা মহানগরী জামায়াতে ইসলামী মজলিসে শূরা সদস্য বৈঠকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, দ্বীন কায়েমের জন্য সর্বস্তরের মানুষের কাছে সঠিক দাওয়াত পৌঁছে দিতে দায়িত্বশীলদের ভূমিকা অপরিসীম।
২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় নগরীর আল ফারুক সোসাইটিতে অনুষ্ঠিত বৈঠকে তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে দেশ গঠনে জামায়াতের সকল স্তরের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
বৈঠকে সভাপতিত্ব করেন খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ ও টিম সদস্য মাস্টার শফিকুল আলম। বৈঠকে মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, এবং সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, সকল শ্রেণীর মানুষের মাঝে দ্বীনের সঠিক দাওয়াত কুরআন ও সুন্নাহর নির্দেশনার আলোকে পৌঁছে দেয়ার মাধ্যমে দ্বীনের সঠিক দায়িত্ব পালন করতে হবে। তিনি উদ্বেগ প্রকাশ করেন যে, নানা ষড়যন্ত্রের কারণে মানুষ ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে যুব সমাজ পথ হারাচ্ছে।
তিনি জামায়াতে ইসলামী সকল সদস্যদেরকে দাওয়াতী কাজে আরো বেশি আত্মনিয়োগের আহ্বান জানান, যাতে পথহারা মানুষকে সঠিক পথে নিয়ে আসা যায়।
অধ্যাপক গোলাম পরওয়ার বলেন, ইসলাম ফোবিয়ার পরও দুনিয়াব্যাপী ইসলামের যে গণজাগরণ শুরু হয়েছে, তা আশাব্যঞ্জক। তিনি মনে করেন, অচিরেই বিভিন্ন দেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবে, এবং আমাদের দেশেও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: