• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

নবীনগরে রাইসমিলে অগ্নিকান্ড, প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ০৯ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:২২ পিএম
নবীনগরে
রাইসমিলে অগ্নিকান্ড

মমিনুল হক রুবেল, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় একতা অটো রাইসমিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার রাত ৩টায় নবীনগর পৌরসভার ৮ নং ওয়ার্ড ভোলাচং বাজারের একতা অটো রাইস মিলে এই ঘটনা ঘটে। এই ঘটনায় রাইসমিলে থাকা ধান, চাউল ও যন্ত্রপাতি পুড়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

একতা অটো রাইসমিলের সত্ত্বাধিকারী আলমগীর হোসেন বলেন, রাতে আমাকে ফোন করে জানানো হয় গোডাউনে আগুণ লেগেছে আমি এসে দেখি আগুণ দাউ দাউ করে জ্বলছে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুণ নিয়ন্ত্রনে আনেন। তবে আগুণ নিয়ন্ত্রনে আনলেও সব গুলো পুড়ে ভুস্মীভূত হয়ে গেছে। 

তিনি আরও বলেন, আমার এই মিলে ৩০০ বস্তা ধান, ৫০ বস্তা চাল, ৫০ বস্তা কুড়াসহ ১৫টি মিশিন ছিল।সব গুলো পুড়ে ভুস্মীভূত হয়ে গেছে। এতে আমার প্রায় কোটি টাকা ক্ষতি হয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার সতত্যা নিশ্চিত করে বলেন, রাত ৩টায় আগুন লেখে ফায়ার সার্ভিসকে পাঠানো হয়েছে তবে কি কারনে এগুন লেগেছে এখনও জানা যায়নি। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এখন বলা যাচ্ছেনা।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image