
ডেস্ক রিপোর্টার: নানা দুর্নীতির অভিযোগে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ডিআইজি প্রিজন্সসহ ৪ কারা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। সোমবার (১৭ জানুয়ারি) সকাল দশটায় দুদক কার্যালয়ে পরিচালক সৈয়দ ইকবাল হোসেন এবং সহকারী পরিচালক সাইদুজ্জামান তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন।
অভিযুক্তরা হলেন, ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন্স টিপু সুলতান ও ময়মনসিংহ বিভাগের ডিআইজি প্রিজন্স জাহাঙ্গীর হোসেন। কুমিল্লা জেলা কারাগারের জেলার আসাদুর রহমান এবং বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার ইউনুস জামান।
ক্ষমতার অপব্যবহার ও ঘুষ নিয়ে কারা অধিদপ্তরের বিভিন্ন পদে জনবল নিয়োগ, টাকার বিনিময়ে বন্দিদের অবৈধ সুবিধা দেয়া এবং অবৈধ ক্যান্টিন বাণিজ্যসহ নানা দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
অভিযুক্তরা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি টাকা আত্মসাৎ করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলেও অভিযোগ করেছে দুদক।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: