
মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: সুস্থ দেহ সুস্থ মন, ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল' এ স্লোগান নিয়ে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলার ফকিরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত¡রে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার জ্যোতিষ্ময় রায়ের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান।
এসময় প্রধান অতিথি বলেন, স্মার্ট জাতি গঠনে প্রয়োজন স্মার্ট শিক্ষা ব্যবস্থা। অনুষ্ঠানের সভাপতি বলেন, শিক্ষার্থীদের নিয়ে এমন প্রতিযোগিতা তাদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশে ইতিবাচক ভুমিকা রাখবে।
উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে সনদপত্র সহ পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন সহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: