
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিজনা নদী থেকে ৩৮ অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে।
রোববার রাতে উপজেলার বিনাকুটি ইউনিয়নের মজলিশপুর গ্রামের পূর্বপাশে বিজনা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহিউদ্দিন বলেন, গতকাল রাতে বিজনা নদী থেকে অজ্ঞাতনামা পরিচয়ে একটি লাশ উদ্ধার করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত ওই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা করছি।
ঢাকানিউজ২৪.কম / মনিরুজ্জামান মনির/কেএন
আপনার মতামত লিখুন: