
আল-কারিয়া চৌধুরী, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে পারিবারিক শত্রুতার জেরে রহিমা খাতুন (৪০) নামে এক স্কুল শিক্ষিকাকে মারধর ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এঘটনায় ওই শিক্ষিকা আহত হয়ে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন আছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহত শিক্ষিকা উপজেলার দারুল ইসলাহ একাডেমির কম্পিউটার বিভাগের শিক্ষিকা ও মাষ্টার ট্রেইনারের দায়িত্ব পালন করছেন।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষিকা বলেন, গতকাল বিকেলে উপজেলা মাধ্যমিক কর্মকর্তার কার্যালয়ে অফিসিয়াল জরুরি মিটিং শেষে বাড়ি ফিরছিলেন ওই শিক্ষিকা। এসময় বাড়ির অদুরে প্রতিপক্ষ রেজাউল করিমের ছেলে রাসেল (৩৫) ও রকিব (৩২) শিক্ষিকার পথরোধ করে অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই শিক্ষিকা জ্ঞান হারিয়ে ফেলে। এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করায়।
অভিযোগের বিষয়ে প্রতিপক্ষ রাসেলের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমার বিষয়ে যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, এঘটনায় অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকানিউজ২৪.কম / আল-কারিয়া চৌধুরী
আপনার মতামত লিখুন: