• ঢাকা
  • রবিবার, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রাজধানীর সড়কে লাখো মানুষের উল্লাস


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ০৫ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:১৮ পিএম
রাজধানীর সড়কে
লাখো মানুষের উল্লাস

নিউজ ডেস্ক : লাখো মানুষ রাজধানীর সব সড়কে মিছিল নিয়ে উল্লাস করছেন। আজ সোমবার সকালে যাত্রাবাড়ী, বাড্ডা, উত্তরা, কেন্দ্রীয় শহীদ মিনার মিরপুরসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভের খবর পাওয়া যায়। পরে বেলা দেড়টার দিক থেকে মানুষ রাস্তায় নেমে আসতে শুরু করে।

এর আগে খবর আসে যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ বেলা ২টায় জনগণের উদ্দেশে বক্তব্য দেবেন। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়। আইএসপিআর বলেছে, সে সময় পর্যন্ত জনসাধারণকে সহিংসতা পরিহার করে ধৈর্য ধারণ করার অনুরোধ করা হলো।

শাহবাগে হাজার হাজার মানুষ অবস্থান নিতে থাকেন দুপুরের দিকে। সবাই স্লোগান দিচ্ছেন, বিভিন্ন জায়গা থেকে সেখানে দল বেধে মানুষ আসছেন। 

দেড়টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেটও চালু করা হয়, যা সকালে বন্ধ করা হয়েছিল। মোবাইল ইন্টারনেটও চালুর নির্দেশনা দেওয়া হয়েছে বলে বেলা পৌনে ২টার দিকে জানা যায়।

রাজধানীর উত্তরা থেকে বনানী অভিমুখে আগিয়ে আসছেন আন্দোলনকারীদের একটি দল। সেখানে শিক্ষার্থী-অভিভাবক ছাড়াও স্থানীয় মানুষ রয়েছেন। তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এগিয়ে আসছেন। বিক্ষোভকারীরা বেলা দেড়টার দিকে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পার হয়ে সামনের দিকে এগিয়ে আসতে থাকেন।

মিরপুরে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। মিরপুরের পল্লবী, ১১ ও ১১ নম্বর থেকে মিছিল নিয়ে মানুষ ১০ নম্বর সেকশনে জড়ো হন। সেখান থেকে তারা আগারগাঁওয়ের দিকে রওনা দিয়েছেন। পরে তারা ফার্মগেটের দিকে এগিয়ে আসতে থাকেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image