• ঢাকা
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সিএনজি চালক হত্যার প্রধান আসামী বাঘাসহ ২ সহযোগীসহ গ্রেফতার


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:৩২ এএম
ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন
হত্যার আসামী বাঘাসহ ২ সহযোগীসহ গ্রেফতার

কেরানীগঞ্জ প্রতিনিধি:   রাজধানীর ডেমরা সিএনজি চালক আলী হোসেন(৬০)হত্যার প্রধান আসামী নূর হোসেন ওরফে বাঘা(৪৩)ও তার ২ সহযোগীকে গ্রেফতার করেছ র‌্যাব ১০। ২১ জানুয়ারী শনিবার দুপুরে দক্ষেন কেরানীগঞ্জ বাঘৈর এলাকার র‌্যাব ১০ এর শাখা অধিনায়ক কার্যালয় সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এ সময় র‌্যাব ১০ সদরদপ্তর শাখার অতিরিক্ত ডিআইজি অধিনায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিন( পিপিএম) বলেন, গত ১৯ জানুয়ারী রাত ১ টায় সি এন জি চালক আলী হোসেন (৬০) যাত্রী পরিবহন এর জন্য মুন্সিগঞ্জ জেলার মোক্তারপুর ব্রীজ এলাকায় অবস্থান করছিল। অজ্ঞাত নামা ৪ জন ছিনতাইকারী তাদের পূর্বপরিকল্পনা অনুযায়ী যাত্রী বেসে কদমতলী থানার সাদ্দাম মার্কেটে যাওয়ার কথা বলে ভাড়া করে। চালক আলী হোসেন ডেমরা মদিনা চত্ত্বর এলাকায় পৌছলে তারা নিজেদের পরিচয় দিয়ে সিএনজি চালককে এলোপাতাড়ি মারধোর শুরু করলে সে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসলে ছিনতাইকারীরা চালক আলী হোসেনকে হত্যা করে পালিয়ে যাওয়ার পথে এলাকাবাসী এ সময় আল আমিন নামে এক ছিনতাইকারী কে আটক করে। পরে ডেমরা থানা পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ সিএনজি চালক আলী হোসেনের লাশ সুরতহাল করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।

সিএনজি চালক আলী হোসেন এর ছেলে আবু ইউসুফ বাদী হয়ে দস্যুতার মামলা করেন। র‌্যাব উক্ত মামলা ঘটনার ছায়া তদন্তে নামে তাদের গোয়েন্দা নজরদারী বাড়িয়ে দেয়। আল আমিনের তথ্য মতে র‌্যাব ১০ সদরদপ্তর শাখার সহায়তায় ২১ জানুয়ারী রাতে রাজধানীর যাত্রাবাড়ি শনির আখড়া অভিযান পরিচালনা করে হত্যার প্রধান(১.) নূর হোসেন ওরফে বাঘা (৪৩), (২) লিংচান ওরফে নীলচান মিয়া(৩৫)(,৩) মোঃ আঃ মান্নান ওরফে মন্নান কে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় আসামীদের কাছ থেকে হত্যা কাজে ব্যবহৃত ২ টি সুইজ গিয়ার চাকু, ২ টি বাটন মোবাইল, ৩০ টি টাই ক্যাবল উদ্ধার করা হয়।

র‌্যাব ১০ এর সিও আরো জানান, এ ছিনতাই চক্রটি প্রায় এক বছর যাবৎ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, কেরানীগঞ্জ ঢাকা মাওয়া মহাসড়ক, মুন্সিগঞ্জ মহাসড়ক, মোক্তারপুর যাত্রাবাড়ি সড়কে ছিনতাই করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যা ও গাড়ি ছিনতাইএর কথা স্বীকার করেছে। এ ছাড়া আসামীরা কেরানীগঞ্জ আবদুল্লাহপুর এলাকা থেকে দুটি সিএনজি ছিনতাই করার কথা স্বিকার করেছে বলে জানায় র‌্যাব এর এই কর্মকর্তা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image