
রিপন সরকার, খাগড়াছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ঐতিহ্যবাহী উৎসব বিঝু, বৈসু,সাংগ্রাই, ও বাংলা নববর্ষ -১৪৩০উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ এপ্রিল) সকাল ১১টার দিকে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। সভায় এবারের অনুষ্ঠান মালায় বর্নাঢ্য শোভা যাত্রা, ডিসপ্লেসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগের সকলকে উপস্থিত থেকে শোভা যাত্রাকে সুন্দর ও সার্থক করে গড়ে তোলার জন্য এবং পাহাড়ের সকল সম্প্রদায়ের, কৃষ্টি,সংস্কৃতি, ঐতিহ্য ধরে রাখার জন্য সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা টিটন খীসা,জেলা অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, সহকারী কমিশনার মো. আনোয়ার হোসাইন, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাইফুল্লাহ, জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী প্রমুখ। এছাড়াও সভায় জেলার বিভিন্ন সরকারি বেসরকারি পেশাজীবি কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: