
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক না পড়ায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
২৫ জানুয়ারী মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার সময় দিনাজপুর শহরের বাহাদুর বাজার এলাকায় অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিষ্ট্রেট অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) শরিফুল ইসলাম।
স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক না পড়ে যারা ঘোরাঘুরি করছে তাদেরকে জরিমানা করা হয়েছে। এছাড়া যারা মাস্ক না পড়ে ঘর থেকে বের হয়েছে তাদেরকে মাস্ক বিতরণ করা হয়েছে।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল ইসলাম বলেন দিনাজপুরে উদ্বেগজনকহারে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জেলা প্রশাসকের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।সরকারী নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মানাতে আজকে আমরা অভিযান চালিয়েছি। এর আগে মাইকিং এর মাধ্যমে প্রচারনা চালিয়েছি। আজকে অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা করা হয়েছে। জনগনকে সচেতন করতে এ ধরনের অভিযান অব্যহৃত থাকবে।
এছাড়া ও শহরের ব্যস্ততম এলাকা বাহাদুর বাজারের পাকা রাস্তার উপর রাস্তার জায়গা দখল করে যে সমস্ত ভ্রাম্যমান দোকান বসানো হয়েছে তা অবিলম্বে সরিয়ে নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন অন্যথায় রাস্তা অবরোধ করার কারণে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল-জরিমানার নির্দেশনা প্রদান করা হবে ।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহি অফিসার মর্তুজা আল মুইদসহ জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।
ঢাকানিউজ২৪.কম / মো. আব্দুস সাত্তার/কেএন
আপনার মতামত লিখুন: