• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ইবিতে আসন ফাঁকা ৪৮১, পূরণে গণবিজ্ঞপ্তি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ০৭ ফেরুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:৪১ এএম
ইবিতে আসন ফাঁকা ৪৮১, পূরণে গণবিজ্ঞপ্তি
ইসলামী বিশ্ববিদ্যালয়

আবির হোসেন, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে দশম মেধা তালিকার চূড়ান্ত ভর্তি শেষে এখনো ৪৮১ আসন ফাঁকা রয়েছে। এ শূন্য আসন পূরণের লক্ষ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত গণবিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ’ ইউনিটে ১৫৫৭ থেকে ৯১৭৫ পর্যন্ত, ‘বি’ ইউনিটে ২৬৩ থেকে ৩৫০০ পর্যন্ত এবং ‘সি’ ইউনিটে ৫৮৬ থেকে ২০০০ সিরিয়াল পর্যন্ত যারা বিভাগপ্রাপ্ত হয়নি তাদের সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারীর অফিসে উপস্থিত হয়ে ভর্তির আগ্রহ প্রকাশ করতে বলা হয়েছে। ভর্তিচ্ছুদের আগামী ৮ ফেব্রুয়ারি এবং ৯ ফেব্রুয়ারি স্বশরীরে উপস্থিত হয়ে ভর্তির আগ্রহ প্রকাশ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওইদিন উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে বিষয় বরাদ্দ দিয়ে ১০ ফেব্রুয়ারি ১১তম মেধা তালিকা প্রকাশ করা হবে। এ মেধা তালিকায় বিষয় বরাদ্দ পাওয়া ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে আগামী ১২ ফেব্রুয়ারি ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ ছাড়া যারা গত ১৫ ও ১৬ জানুয়ারি  ভর্তির জন্য আগ্রহ প্রকাশ করেও বিষয় বরাদ্দ পায়নি তারাও ভর্তির জন্য আগ্রহ প্রকাশ করতে পারবেন।

আইসিটি সেল সূত্রে জানা যায়, চূড়ান্ত ভর্তি শেষে তিন ইউনিটে মোট ১৯৯০ আসনের বিপরীতে এখনো ৪৮১ আসন ফাঁকা রয়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৩৫৪টি, ‘বি’ ইউনিটে ৮১টি এবং ‘সি’ ইউনিটে ৪৬টি আসন ফাঁকা রয়েছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image