• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ভোলার ভেদুরিয়া ফেরী থেকে এক স্টাফ নদীতে পরে নিখোঁজ 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০২:৪৩ পিএম
নদীতে পরে গিয়ে নিখোঁজ 
ভেদুরিয়া ফেরীর এক স্টাফ নদীতে পরে নিখোঁজ

মোঃ  জাহিদুল ইসলাম, বরিশাল প্রতিনিধি : ভোলা জেলার ভেদুরিয়া ফেরিঘাটে তেঁতুলিয়া নদীতে ১৬ সেপ্টেম্বর (শুক্রুবার) সকাল ৮. ৩০ মিনিটে ফেধুরিয়া ঘাটে থামানো ফেরি থেকে পরে গিয়ে নিখোঁজ হয়।

জানা যায়, ফেরীর লস্কর আমিনুল নলছিটি থানার কুসাঙ্গল ইউনিয়নের সেওতা গ্রামের শামিম আহমেদ খান দফাদারের পুত্র ভোলার ভেদুরিয়া কৃষ্ণচূড়া ফেরীতে কর্মরত অবস্থায় তেতুলিয়া নদীতে পরে পানির স্রোতে ডুবে যায়।

ঘটনার খবর পেয়ে আমিনুলের পিতা শামিম খান, শ্বশুর আলম খান, স্ত্রী আখি আক্তার ঘটনাস্থানে ছুটে আসেন। 

আমিনুলের শশুর নলছিটি উপজেলার সেদ্ধকাঠী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে মেম্বর আলম খান জানান, আমিনুলের সাথে আমার মেয়ে আখি আক্তারের সাথে তিন মাস আগে বিবাহ হয়েছে। আমিনুলকে উদ্ধারে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরী টিম উদ্ধার কার্যক্রম চালু রেখেছে। 

ঘটনাস্থানে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনা স্থানে ছুটে এসেছি। উদ্ধার কাজ চলমান রয়েছে। 

ফেরীতে থাকা ট্রাক ড্রাইভার ( ঢাকা মেট্রো ট- ১৮ -০৮৪৯) রেজাউল জানান, ফেরির পাশে একটি ইলিশ মাছ নদীতে ভাসতে দেখতে পেয়ে আমিনুল মাছটি উঠাতে গেলে নদীতে পরে গিয়ে পানির স্রোতে থামানো ফেরীর নিচে ঢুকে পড়ে। একটু পরে ফেরির পাশে তার হাত দেখতে পেলেও আমিনুলকে এখন খুজে পাওয়া যায়নি।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image