• ঢাকা
  • শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম বাড়ল


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ০৫ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:৩১ এএম
এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম দিনের শুরুতে ৮৬ ডলার
ব্রেন্ট ক্রুডের দাম বাড়ল

নিউজ ডেস্ক:  রাশিয়ার তেলের দাম প্রতি ব্যারেল ৬০ মার্কিন ডলারে সীমাবদ্ধ করার জন্য জি৭ গ্রুপ এবং তার মিত্রদের একটি চুক্তির পর সোমবার বাড়ল তেলের দাম।

এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম দিনের শুরুতে ৮৬ ডলারের এর উপরে ১ শতাংশের বেশি যোগ করা হয়েছে। আর এই মূল্য কার্যকর হতে পারে সোমবার থেকে।

তেল রপ্তানির মাধ্যমে রাশিয়ার রাজস্ব আয়ের লাগাম টেনে ধরার লক্ষ্যে দেশটির তেলের সর্বোচ্চ দামের সিদ্ধান্ত অনুমোদন করে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর জোট জি-৭ ও মিত্ররা।

এসব দেশের পরিকল্পনা হচ্ছে, ব্যারেলপ্রতি ৬০ মার্কিন ডলারের বেশি দামে রাশিয়ার তেল কিনবে না তারা। এক যৌথ বিবৃতিতে জি-৭ ও অস্ট্রেলিয়া জানায়, আগামী ৫ ডিসেম্বর অথবা এর ‘পরপরই অতিসত্ত্বর’ এ সিদ্ধান্ত কার্যকর হতে পারে।

এছাড়া রাশিয়া থেকে তেল আমদানিতে মূল্য কমিয়ে ব্যারেল প্রতি ৬০ ডলারের সীমা বেঁধে দেওয়ার ব্যাপারে ইউরোপিয়ান ইউনিয়ন, জি-৭ এবং অস্ট্রেলিয়ার সম্মত সীদ্ধান্তের ব্যাপারে মস্কো শনিবার নিন্দা জানিয়েছে। তবে ইউ’র এই সিদ্ধান্ত যথেষ্ট নয় উল্লেখ করে ইউক্রেন এটি পুনর্বিবেচনার পরামর্শ দেয়।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image