
জাফর আলম, কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে শাহজাহান নামের ৪০ বছর বয়সী এক পর্যটকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরের দিকে সৈকতের লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত পর্যটক চট্টগ্রামের পাঁচলাইশ থানার শুলকবহর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন।
স্বজনদের বরাতে তিনি বলেন, সকালে সৈকতের লাবণী পয়েন্ট পরিবারের সদস্যদের সঙ্গে শাহজাহান গোসল করতে নামেন। তিনি সাগরের হাঁটু পরিমাণের কম পানিতে গোসল করছিলেন। এক পর্যায়ে তিনি স্রোতে ভেসে যান। কিছুক্ষণ পর তাকে স্বজন ও স্থানীয় লাইফগার্ড কর্মীরা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক শাহজাহানকে মৃত ঘোষণা করেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: