• ঢাকা
  • শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

হাওরে ধান কাটা উৎসবের উদ্বোধন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:১৬ পিএম
হাওরে ১ হাজার হারভেস্টার যন্ত্র ধান কাটছে
হাওরে ধান কাটা উৎসব

নিউজ ডেস্ক:  সুনামগঞ্জের হাওরে ধান কাটা উৎসবের উদ্বোধন করেছেন দুইজন মন্ত্রী ও একজন উপমন্ত্রী। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জের দেখার হাওরে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এনামুল হক শামীম এই ধান কাটা উৎসবের উদ্বোধন করেন।

এ সময় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, হাওরে খুশির আমেজ। সকলের মুখে হাসি, ধান কাটা নিয়ে দুশ্চিন্তা নেই। হাওরে ১ হাজার হারভেস্টার যন্ত্র ধান কাটছে।

বন্যার পূর্বাভাস নিয়ে দুশ্চিন্তা নেই দাবি করে কৃষিমন্ত্রী বলেন, পানি আসতে আসতে ইনশাআল্লাহ ধান কাটা শেষ হবে।

পরে জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় তিন মন্ত্রী ছাড়াও সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, পুলিশ সুপার এহসান শাহ্ প্রমুখ বক্তব্য রাখেন।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image