
নাঈম রহমান: জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) দেশি বিদেশি পর্যটকদের সন্মুখে বাংলাদেশর পযর্টক কেন্দ্র গুলো আকর্ষনীয় ও নিরাপদ ভ্রমনের জন্য ১০ম বাংলাদেশ ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ০৩-০৫ ফেব্রুয়ারী, ২০২২ তারিখে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত হবে । সংবাদ সম্মেলনে টোয়াবের সভাপতি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
আন্তর্জাতিক পর্যটন মেলা টোয়াব কর্তৃক ২০০৭ সাল থেকে আয়োজিত হয়ে আসছে । পর্যটন সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং এর টেকসই উন্নয়ন এই মেলার প্রধান উদ্দেশ্য। মেলার সার্বিক সহযোগিতায় রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, এফ.বি.সি.সি.আই এবং বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ।
মেলায় জাতীয় এবং আন্তর্জাতিক পর্যটন সংস্থা, দেশী ও বিদেশী ট্যুর অপারেটরস, ট্রাভেল এজেন্টস, ট্যুরিজম অথরিটি, এয়ারলাইন্স, হোটেল, রিসোর্টস, এমিউজমেন্ট পার্ক, ট্রান্সপোর্ট কোম্পানীসহ আরো অনেকে অংশগ্রহন করবে। করোনার কারনে বিদেশীদের অংশগ্রহন সিমীত পর্যায়ে থাকবে। তবুও নেপাল এসোসিয়েশন অব ট্যুর এন্ড ট্রাভেল এজেন্টস (নাটা), ইস্টার্ন হিমালয়া ট্রা্ভেল এন্ড ট্যুর অপারেটরস এসোসিয়েশন (ইটোয়া), এসোসিয়েশন অব বুদ্ধিস্ট ট্যুর অপারেটরস (এবিটিও) এবং ভারত, নেপাল, মালদ্বীপ, শ্রীলংকা, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টস তাদের অংশগ্রহণের বিষয়ে নিশ্চিত করেছে।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ পর্যটন করপোরেশন তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ মাহবুব আলী, এম.পি উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিটিটিএফ ২০২২ মেলা উদ্ধোধন করবেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সম্মানিত সচিব জনাব মোঃ মোকাম্মেল হোসেন উদ্ভোধনী অনুষ্ঠানের গেষ্ট অফ অনার হিসেবে উপস্থিত থাকবেন। বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান জনাব এ.এইচ.এম. গোলাম কিবরিয়া, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও জনাব জাবেদ আহমেদ, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের ডিআইজি জনাব মোর্শেদুল আনোয়ার খান এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনারগণ মেলার উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
সার্বিক প্রস্তুতি সম্পর্কে বর্ণনা করেন টোয়াবের পরিচালক (বানিজ্য ও মেলা) জনাব মোঃ আনোয়ার হোসেন বলেন, এবারের মেলা আগের বছরের তুলনায় অনেক আকর্ষণীয় ও জাঁকজমকপূর্ণ করার উদ্যোগ নেয়া হয়েছে। এই বছর মূল মেলার সাথে সাইড লাইন ইভেন্ট হিসাবে থাকবে বি টু বি সেশন, সেমিনার, রাউন্ড টেবিল ডিসকাসন, কান্ট্রি প্রেজেন্টেশন, সাস্কৃতিক অনুষ্ঠান, রেফেল ড্র ইত্যাদি। মেলায় ৩ টি হলে ১২ টি পেভিলিয়ন, ১৬ টি সেমি-পেভিলিয়নসহ সর্বমোট ১৩০ টি স্টল থাকবে।
টোয়াবের সভাপতি ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের গভর্ণিং বডি মেম্বার জনাব মোঃ রাফেউজ্জামান বলেন, টোয়াব বাংলাদেশের পর্যটন শিল্পের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন এবং বিটিটিএফ বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় পর্যটন মেলা। পর্যটন মেলায় ব্যবসায়ী, দেশী-বিদেশী পর্যটক এবং পর্যটন শিল্প সংশ্লিষ্ট সকলের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করবে। মেলার মাধ্যমে বাংলাদেশের পর্যটন শিল্প আবার ঘুরে দাঁড়াবে এবং বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিটিটিএফ মেলা প্রতিদিন সকাল ১০ টা হতে রাত ৮ টা পর্যন্ত দর্শনাথীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশ মূল্য ৩০ টাকা তবে ছাত্র-ছাত্রীরা আইডি কার্ড প্রদর্শন করে মেলায় ফ্রি প্রবেশ করতে পারবে। মেলায় প্রবেশ টিকেটের বিপরীতে রয়েছে র্যাফেল ড্র।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: