• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

লক্ষ্মীপুর জেলায় নতুন পোশাক-সাইকেল পেলেন গ্রাম পুলিশেরা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২৯ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:১২ পিএম
লক্ষ্মীপুর জেলায় নতুন পোশাক-সাইকেল পেলেন
গ্রাম পুলিশেরা

লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে লক্ষ্মীপুর জেলার গ্রাম পুলিশের ৩২২ জন সদস্যকে নতুন পোশাক ও নতুন বাইসাইকেলে দেওয়া হয়েছে গতকাল। এরমধ্যে সদর উপজেলার ১৫ ইউনিয়নের ১২৯ জনকে সাইকেল ও ২১ ইউনিয়নের ১৯৩ জনকে নতুন পোশাক দেওয়া হয়।

সোমবার (২৮ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে গ্রাম পুলিশ সদস্যদের হাতে জেলা প্রশাসক সুরাইয়া জাহান নতুন পোশাক ও বাইসাইকেল তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান।

এর আগে সংশ্লিষ্ট কর্মকর্তারা ২১ ইউনিটের চেয়ারম্যান ও উপজেলা সদরের দায়িত্বে থাকা স্থানীয় পুলিশের দিকে নজর দেন।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, ‘২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। পরিকল্পনা অনুযায়ী সবাই মিলেমিশে কাজ করলেই এগিয়ে যাওয়া সম্ভব হবে। গ্রাম পুলিশ বিভাগ আমাদের স্থানীয় জনগোষ্ঠীকে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে কঠোর পরিশ্রম করে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image