• ঢাকা
  • শনিবার, ২৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ১৪ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অযাচিত হস্তক্ষেপে হুমকিতে আঞ্চলিক নিরাপত্তা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০২ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:০৮ এএম
অভ্যন্তরীণ অযাচিত হস্তক্ষেপে হুমকিতে আঞ্চলিক নিরাপত্তা
যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিতভাবে হস্তক্ষেপ করছে যুক্তরাষ্ট্র।

ভারতের প্রতিবেশী দেশগুলোর ওপর আরোপ করা হচ্ছে একের পর এক নিষেধাজ্ঞা। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর ওপর মার্কিন হস্তক্ষেপ ভারতের স্বার্থে আঘাত হানছে, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য চরম হুমকি।

বাংলাদেশের নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে ‘বিশ্ব মোড়ল’ যুক্তরাষ্ট্রের নানামুখী তৎপরতা। বিভিন্ন দলের সঙ্গে প্রকাশ্য বৈঠকের পাশাপাশি ধর্মান্ধ উগ্র সাম্প্রদায়িক রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও করছে গোপন বৈঠক।
 

অভিযোগ আছে, পাকিস্তানের নির্বাচিত ইমরান খান সরকারকে ক্ষমতাচ্যুত করতেও কলকাঠি নেড়েছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে সে দেশের সশস্ত্র গোষ্ঠীগুলোকেও ইন্ধন দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। 

বিশেষজ্ঞরা জানিয়েছেন, মানবাধিকার ও গণতন্ত্রের কথা বলে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে নিজেদের প্রভাব বিস্তারে একের পর এক নগ্ন হস্তক্ষেপ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর মাঝে বিশেষ দৃষ্টি যেন ভারতের ওপর। নয়াদিল্লিভিত্তিক সেন্টার পর পলিসি রিসার্চের প্রফেসর ব্রাহমা চেলানি মনে করেন, ভারতের প্রতিবেশী দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কারণে ক্ষুণ্ণ হচ্ছে নয়াদিল্লির স্বার্থ।
 
তিনি বলেন, এই অঞ্চলে মার্কিন হস্তক্ষেপ ভারতীয় স্বার্থের ওপর আঘাত হানছে। মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং সামরিক শাসনের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধকে সমর্থন দিয়েছে। 

বিশ্লেষকরা মন্তব্য করছেন, চীনের প্রভাব রুখতে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের ওপর হক্ষক্ষেপ করলেও এতে হিতে বিপরীত হচ্ছে। যুক্তরাষ্ট্রের অযাচিত হস্তক্ষেপের কারণে নয়াদিল্লির স্বার্থহানিতে প্রভাব বাড়ছে বেইজিংয়ের।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image